ব্যান্ড
আগষ্ট ২০১২
আমাদের পথ
প্রমিথিউস
অনলাইন প্রকাশনা
prometheusbd.com
২০১০ সালে সংগীতার ব্যানারে বাজারে আসে প্রমিথিউসের সর্বশেষ অ্যালবাম 'পঁচিশের ছায়াপথ'। এবার ঈদ সামনে রেখে প্রমিথিউস নিয়ে আসছে নিজেদের ১৮তম একক অ্যালবাম 'আমাদের পথ'। ১৫ আগষ্ট প্রমিথিউসের নিজস্ব ওয়েবসাইটে এই অ্যালবামের গানগুলো শোনা যাবে। এতে গান রয়েছে ১০টি। গানগুলোর শিরোনাম 'ইচ্ছের অধিক', 'গুরু দিবসের গান', 'কুয়াশা ঘেরা', 'মনচুরি', 'চণ্ডিদাসের ১২ বছর', 'মক্কার আজান', 'বসন্ত', 'নীলকণ্ঠ চায়ের কেবিন', 'ঝড়ো মেয়ে' প্রভৃতি। সব গানের সুর করেছেন বিপ্লব নিজেই। কথা লিখেছেন কবি কাজী রোজী, জাহিদ বাবুল, বিপ্লব, সৈকত চৌধুরী প্রমুখ। অ্যালবামটি প্রসঙ্গে বিপ্লব বলেন, "এই অ্যালবামের গানগুলো মূলত মেলোডি ও রক মেলোডি। গুরু আজম খানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁকে নিয়ে একটি গান রেখেছি। গানটির শিরোনাম 'গুরু দিবসের গান'। বরাবরের মতো এবারও আমরা সব গানে বৈচিত্র্য আনার চেষ্টা করেছি।
অ্যালবামের নামকরণ প্রসঙ্গে বিপ্লব বলেন, 'এরই মধ্যে আমরা ২৫ বছর পূর্ণ করেছি। এই সময়টায় গান করার পাশাপাশি কার্যকরী শিক্ষাসহ কিছু সামাজিক বিষয় নিয়ে কাজ করেছি। এ পথে আমরা আরো এগিয়ে যেতে চাই। এসব বিবেচনা করেই অ্যালবামটির নাম দিয়েছি 'আমাদের পথ'।
প্রমিথিউসের সদস্যরা হলেন : বিপ্লব (ভোকাল ও বেজ), সোহাগ (গিটার), কিবোর্ড (পল্লব), সৈকত (ড্রামস) ও বাবলু (ব্যান্ড ম্যানেজার)।
অ্যালবামের নামকরণ প্রসঙ্গে বিপ্লব বলেন, 'এরই মধ্যে আমরা ২৫ বছর পূর্ণ করেছি। এই সময়টায় গান করার পাশাপাশি কার্যকরী শিক্ষাসহ কিছু সামাজিক বিষয় নিয়ে কাজ করেছি। এ পথে আমরা আরো এগিয়ে যেতে চাই। এসব বিবেচনা করেই অ্যালবামটির নাম দিয়েছি 'আমাদের পথ'।
প্রমিথিউসের সদস্যরা হলেন : বিপ্লব (ভোকাল ও বেজ), সোহাগ (গিটার), কিবোর্ড (পল্লব), সৈকত (ড্রামস) ও বাবলু (ব্যান্ড ম্যানেজার)।
ত্রিভূজ
গনিতের নিয়মে ত্রিভুজ তিন বাহু দিয়ে সীমাবদ্ধ হলেও সঙ্গীতের জগতের নতুন ত্রিভুজ একেবারেই আলাদা। এই প্রজন্মের তিনজন সঙ্গীত পরিচালক জুয়েল, রাজিব ও শাফায়েত এর ভিন্নধর্মী চিন্তা, ভালবাসা আর চেষ্টা থেকেই জন্ম নিয়েছে ব্যান্ড “ত্রিভুজ”। একক ভাবে অনেক কাজ করলেও দলগত ভাবে এই প্রথম। ঈদ কে সামনে রেখে তিন সদস্য বিশিষ্ট এই ব্যান্ড এর প্রথম অ্যালবাম “ত্রিভুজ” আসছে আগামী ৯ই আগস্ট। অ্যালবাটি বাজারে আনছে অগ্নিবীণা। এই অ্যালবামে তিনটি ডুয়েট গান সহ সর্বমোট গান থাকছে ৯টি। তিনটি ডুয়েট গানে সহ শিল্পী হিসেবে কাজ করেছেন নিঝু, শশী এবং নাজু।
School of Niloy is a Bangladeshi Rock Band previously known as ‘Bivishika’ (Dinbodol, Lokayot & Agontuk 3), Project FireBrand, Project Bridge, Djuice Rockstars 2006 & South Asian Superstars 2008.
Their debut album is going to be launched tomorrow (August 18, 2012) at Bashundhara City, Level 6, 7PM onward under the banner of E-Music.
The current lineup, as signed in 2012, consisted of lead vocalist Niloy, lead guitarist Isfan, guitarist Mishuk & bassist Bappy & drummer Nadeem.
Their debut album is going to be launched tomorrow (August 18, 2012) at Bashundhara City, Level 6, 7PM onward under the banner of E-Music.
The current lineup, as signed in 2012, consisted of lead vocalist Niloy, lead guitarist Isfan, guitarist Mishuk & bassist Bappy & drummer Nadeem.