গানের আসর
জানুয়ারী ২০১৩
আমরা সূর্যমূখী আয়োজিত
শহীদুল্লাহ ফরায়জী-বারী সিদ্দিকী জুটির সংগীতসন্ধ্যা
সবার জন্য উম্মুক্ত
২৬ জানুয়ারী ২০১৩ বিকাল ৫.৩০ । জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন
আধ্যাত্মিক গানের অন্যতম জনপ্রিয় জুটি শহীদুল্লাহ ফরায়জী-বারী সিদ্দিকী। একজন গীতিকবি অন্যজন বংশীবাদক-শিল্পী। জনপ্রিয় গানের এই জুটিকে নিয়ে ২৬শে জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ভিন্ন মাত্রার সংগীতসন্ধ্যা। এদিন সন্ধ্যায় জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংগীত ব্যক্তিত্ব সৈয়দ আবদুল হাদী। আর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন, সংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা, কৃষকনেতা এডভোকেট শামসুল হক রেজা, আবৃত্তিশিল্পী হাসান আরিফসহ আরও অনেকে। অনুষ্ঠানে শহীদুল্লাহ ফরায়জীর কথায় বারী সিদ্দকী পরিবেশন করবেন বেশ কিছু গান। ‘আমরা সূর্যমুখী’ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
আরশীনগর ফাউন্ডেশন আয়োজিত
নতুন দিনের গান
১৯ জানুয়ারী ২০১৩ বিকাল ৫.৩০ । জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তন
বাংলাদেশের লোকসংস্কৃতির ধারক ও বাহক প্রতিষ্ঠান আরশীনগর ফাউন্ডেশন বিগত প্রায় একযুগ ধরে দেশের শুদ্ধ সংস্কৃতি নিয়ে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ বিকাল ৫টা ৩০ মিনিটে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সংগঠনটির ত্রৈমাসিক আয়োজন ‘নতুন দিনের গান’ অনুষ্ঠান উদযাপন হতে যাচ্ছে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রবীণ ও নবীন কণ্ঠশিল্পী এবং দেশের খ্যাতিমান তারকা শিল্পীরা দুই দেশের জনপ্রিয় কালজয়ী বাংলা গান ছাড়াও অন্যান্য সঙ্গীত পরিবেশন করবেন।