ব্যান্ড
সেপ্টেম্বর ২০১২
জনপ্রিয় ব্যান্ড দল ওয়ারফেজের সদস্যরা ১২ সেপ্টেম্বর বিকালে এক সংবাদ সম্মেলনে তাদের নতুন অ্যালবাম ‘সত্য’ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন। সংবাদ সম্মেলনে তারা জানান, নতুন এই অ্যালবাম আনুষ্ঠানিকভাবে বাজারে ছাড়ার আগেই আজ থেকে বাংলালিংক মিউজিক স্টেশনে পাওয়া যাবে। এর ফলে ওয়ারফেজের নতুন অ্যালবামটি প্রকাশের প্রথম দিনেই তা কেনার জন্য ভক্ত-শ্রোতাদের মিউজিক স্টোর বা গানের দোকানগুলোতে গিয়ে লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হবে না। প্রাথমিকভাবে ২৫ মিলিয়ন বা আড়াই কোটি গ্রাহক-শ্রোতা বাংলালিংক মিউজিক স্টেশনেই অ্যালবামটি পাবেন। সংবাদ সম্মেলনে বাংলালিংকের হেড অব পি আর অ্যান্ড কমিউনিকেশন শারফুদ্দিন আহমেদ চৌধুরী এবং হেড অব ভ্যালু অ্যাডেড সার্ভিস, হাই ভ্যালু ও এমএফএস মার্কেটিং সোলায়মান আলম বক্তব্য রাখেন। তারা বাংলালিংক মিউজিক স্টেশন প্ল্যাটফর্মের নানা দিক এবং এতে বিভিন্ন শিল্পী ও ব্যান্ড দলের গান উপস্থাপনের নতুন দিগন্ত সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রুমানা মালিক মুনমুন।
কার্নিভাল ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম আত্মোৎস্বর্গ। কোরবানির ঈদকে সামনে রেখে কয়েক সপ্তাহ আগেই প্রকাশিত হয়েছে কার্নিভাল ব্যান্ডের দ্বিতীয় অ্যালবাম ‘আত্মোৎস্বর্গ’। রয়েছে ৯টি গান। যেগুলোকে আধুনিক ও পরীক্ষামূলক সাকেডেলিক রক ধারার গান বলা যেতে পারে। চারজন উদিয়মান সংগীত পাগল তরুণ খালিদ আশরাফ, মৌসুম ধামাই, সালমি রহমান ও তিনু রশিদের মিলিত প্রয়াসই হচ্ছে ব্যান্ড কার্নিভাল। যারা বিটলস থেকে শুরু করে ’৭০ এর প্রগ্রেসিভ সাইকেডেলিক রক, ’৯০ এর গ্রাঞ্জ, পোস্ট ব্রিটপপ ও এই সময়ের ব্যান্ড রেডিওওয়েভ, টুল, পারকুপাইন ট্রি এবং ওপেথ-এর গান থেকে অনুপ্রাণিত। ২০০৬ সালে যাত্রা শুরু করে কার্নিভাল। তবে বিভিন্ন সময়ে ব্যান্ড লাইনআপের নানান পরিবর্তনের কারণে প্রথম অ্যালবাম প্রকাশ করতে তাদের দুই বছর লেগে যায়। ‘ইন্দ্রোলয়’ তাদের প্রথম অ্যালবাম, প্রকাশিত হয় ২০০৯ সালের ১৯ সেপ্টেম্বর। এই অ্যালবামের ‘তাদের স্বপ্ন’, ‘সাদাকালো রঙধনু’, ‘ভাবনার নীল আকাশ’, ‘আমার সত্য’ ও ‘বিক্ষোভ’ গানগুলি রকভক্তদের মাঝে বেশ সাড়া ফেলে। এর থেকে উৎসাহ নিয়েই এগিয়ে চলেছে কার্নিভাল। মাঝের বছরগুলোতে সমালোচকদের মন-ব্য মাথায় নিয়ে নিজেদের সংগীতধারাটিকে আরও সমৃদ্ধ করেছে। যার প্রকাশ ঘটেছে তাদের দ্বিতীয় অ্যালবাম ‘আত্মোস্বর্গ’র মধ্য দিয়ে। এই অ্যালবাম প্রকাশের আগেও তাদের লাইনআপ-এ এসেছে পরিবর্তন। বর্তমান লাইনআপটি হচ্ছে- খালিদ আশরাফ- ড্রামস, মৌসুম ধামাই- বেস গিটার, সালমি রহমান- গিটার ও তিনু রশিদ- কণ্ঠ ও গিটার।