আন্তর্জাতিক প্রকাশনা
১. লেটারস ফ্রম শিলিগুড়ি ২ (বাপ্পা,তপু,আনিসা)
২. একলা আমি - বেষ্ট অফ জয় শাহরিয়ার ৩. ফারহিন খান জয়িতা - বাধঁন ছেঁড়ার গান |
রাগা মিউজিক (কোলকাতা)
ট্রু ইষ্ট্রান মিউজিক (কোল.) ভাবনা রেকর্ডস |
১২ অক্টোবর ২০১২
অক্টোবর ২০১২ অক্টোবর ২০১২ |
লেটারস ফ্রম শিলিগুড়ি ২
রাগা মিউজিক
১২ অক্টোবর ২০১২
দুই বাংলার জনপ্রিয় ১০ শিল্পীর গাওয়া গান নিয়ে তৈরি হয়েছে একটি মিশ্র অ্যালবাম। এর মধ্যে বাংলাদেশ থেকে গেয়েছেন বাপ্পা মজুমদার, তপু ও আনিসা। ‘লেটারস ফ্রম শিলিগুড়ি ২’ নামের এই অ্যালবামে ওপার বাংলার সিধু, ‘ইন্ডিয়ান আইডল’ খ্যাত ইমন, পর্শিয়া, অম্লান, মল্লার, পুষ্পল ও পুপুন গেয়েছেন।
কলকাতার অম্লান ও পুপুনের কথা, সুর ও সংগীতে এ অ্যালবামে গান রয়েছে ১০টি। এর মধ্যে আছে বাপ্পার ‘একচিলতে রোদের আলো’ ও তপুর ‘তাকে ভাবি আমি’। ওপার বাংলায় ১২ অক্টোবর অ্যালবামটি বাজারে ছাড়বে রাগা মিউজিক। অ্যালবামের গানগুলো কলকাতার রেডিওতে প্রচার করা হচ্ছে। বাংলাদেশে অ্যালবামটি বাজারজাত করবে জি-সিরিজ।
বাপ্পা মজুমদার বলেন, ‘মাস খানেক আগে কলকাতা থেকে এই অ্যালবামের আয়োজকেরা এসে আমাদের গানগুলোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। তারপর তাঁদের আগ্রহে “লেটারস ফ্রম শিলিগুড়ি ২” অ্যালবামে কাজ করি। কলকাতার শিলিগুড়ি ও বাংলাদেশে অ্যালবামটি প্রকাশিত হবে।’ এই উদ্যোক্তারা এর আগে ‘লেটারস ফ্রম শিলিগুড়ি’ নামে একটি মিশ্র অ্যালবাম প্রকাশ করেছিলেন। ওই অ্যালবামের গানগুলো জনপ্রিয় হওয়ায় এবার ‘লেটারস ফ্রম শিলিগুড়ি ২’ তৈরি হলো।
কলকাতার অম্লান ও পুপুনের কথা, সুর ও সংগীতে এ অ্যালবামে গান রয়েছে ১০টি। এর মধ্যে আছে বাপ্পার ‘একচিলতে রোদের আলো’ ও তপুর ‘তাকে ভাবি আমি’। ওপার বাংলায় ১২ অক্টোবর অ্যালবামটি বাজারে ছাড়বে রাগা মিউজিক। অ্যালবামের গানগুলো কলকাতার রেডিওতে প্রচার করা হচ্ছে। বাংলাদেশে অ্যালবামটি বাজারজাত করবে জি-সিরিজ।
বাপ্পা মজুমদার বলেন, ‘মাস খানেক আগে কলকাতা থেকে এই অ্যালবামের আয়োজকেরা এসে আমাদের গানগুলোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। তারপর তাঁদের আগ্রহে “লেটারস ফ্রম শিলিগুড়ি ২” অ্যালবামে কাজ করি। কলকাতার শিলিগুড়ি ও বাংলাদেশে অ্যালবামটি প্রকাশিত হবে।’ এই উদ্যোক্তারা এর আগে ‘লেটারস ফ্রম শিলিগুড়ি’ নামে একটি মিশ্র অ্যালবাম প্রকাশ করেছিলেন। ওই অ্যালবামের গানগুলো জনপ্রিয় হওয়ায় এবার ‘লেটারস ফ্রম শিলিগুড়ি ২’ তৈরি হলো।