সাবিনা ইয়াসমিন
তুমি সন্ধ্যাদীপের শিখা
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১০টি গান নিয়ে নতুন একক অ্যালবাম তৈরি করছেন সাবিনা ইয়াসমিন। গানগুলো হলো 'বিদায় করেছ মোরে নয়নের জলে', 'বাদল দিনের প্রথম কদম ফুল', 'দারুণ অগি্নবাণে', 'না বলে যাই পাশে সে', 'মায়াবন বিহারিনী হরিণী', 'তুমি খুশি থাকো', 'ওগো ডেকো না মোরে ডেকো না', 'আমি সন্ধ্যা দ্বীপের শিখা', 'চিরভক্ত' এবং 'আমার এই পথ চাওয়াতেই আনন্দ'।
এ অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন পশ্চিমবঙ্গের সঙ্গীত পরিচালক রকেট মণ্ডল। গানের কথা, সুর ও রাগের বিষয়ে সহযোগিতা করেছেন দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী কবির সুমন এবং অ্যালবামের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাহাঙ্গীর সাঈদ। রবীন্দ্রনাথ ঠাকুরের অ্যালবামটি প্রকাশ করবে ইমপ্রেস অডিও ভিশন।
এ অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেছেন পশ্চিমবঙ্গের সঙ্গীত পরিচালক রকেট মণ্ডল। গানের কথা, সুর ও রাগের বিষয়ে সহযোগিতা করেছেন দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী কবির সুমন এবং অ্যালবামের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাহাঙ্গীর সাঈদ। রবীন্দ্রনাথ ঠাকুরের অ্যালবামটি প্রকাশ করবে ইমপ্রেস অডিও ভিশন।